প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীতে কৃষি অর্থনীতিবিদদের ৩২ তম আন্তর্জাতিক সম্মেলনে ICAEর উদ্বোধন করে ভাষণ দিয়েছেন। ৬৫ বছর পর ভারতে এই সম্মেলন।
কৃষি অর্থনীতিবিদদের আন্তর্জাতিক সংগঠন আয়োজিত ত্রিবার্ষিক এই ৬ দিনের সম্মেলনের থিম সুস্থায়ী কৃষিজ খাদ্য ব্যবস্থায় রূপান্তর । এর লক্ষ্য হোল জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অবক্ষয় , উৎপাদন খরচ বৃদ্ধি সহ বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জের মধ্যেই কিভাবে কৃষি কে দীর্ঘস্থায়ী করে তোলা সম্ভব, তা নিরূপণ করা। এই সম্মেলনে কৃষি ক্ষেত্রে আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের সদর্থক পদক্ষেপ এবং কৃষিজ গবেষণা ও নীতি প্রণয়নে দেশের অগ্রগতির বিষয়ে প্রাধান্য দেওয়া হবে।
সম্মেলনে ৭৫টি দেশের ১ হাজার জন প্রতিনিধি অংশ নিয়েছেন।প্রধানমন্ত্রী বলেছেন, ভারত যেমন প্রাচীন, তেমনি কৃষি ও খাদ্য সম্পর্কে আমাদের বিশ্বাস ও অভিজ্ঞতাও প্রাচীন। ভারতীয় কৃষি ঐতিহ্যে বিজ্ঞান ও যুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
Site Admin | August 3, 2024 11:11 AM