প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর দুই নেতা ভার্চুয়ালি ভিয়েতনামের নাহা ট্রাংয়ে টেলিকমিউনিকেশন ইউনিভার্সিটিতে আর্মি সফটওয়্যার পার্কের উদ্বোধন করেন। এটি ভারত ও ভিয়েতনামের মধ্যে একটি সহযোগিতামূলক প্রকল্প। ভারত এই প্রকল্পের জন্য ৫০ লক্ষ ডলার সহায়তা দিয়েছে।
তদুই দেশ কাস্টমস ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি, কৃষি গবেষণা ও শিক্ষা, ঔষধি গাছপালা এবং আইনি ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।রেডিও ও টেলিভিশনে সহযোগিতার জন্য প্রসার ভারতী ও ভয়েস অব ভিয়েতনাম সমঝোতা স্মারক বিনিময় করে। একই সাথে ক্রেডিট লাইন চুক্তি এবং ভিয়েতনামের মাইসন ইউএনসেকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পুনরুদ্ধারের বিষয়েও সমঝোতা স্মারক বিনিময় হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত-ভিয়েতনাম সম্পর্ক আরও প্রসারিত এবং গভীর হয়েছন। গত ১০ বছরে এই সম্পর্ককেকৌশলগত অংশীদারিত্বের রূপ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতার জন্য নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। ৩০০ মিলিয়ন ডলারের এই চুক্তি ভিয়েতনামের সামুদ্রিক নিরাপত্তা জোরদার করবে।উভয় পক্ষই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সহযোগিতার উপর জোর দেওয়া হবে।
তিনি বলেন, ভারত ও ভিয়েতনাম পারস্পরিক বাণিজ্যিক সম্ভাবনাকে বাস্তবায়িত করতে আসিয়ান-ভারত পণ্য বাণিজ্য চুক্তির পর্যালোচনা ও দ্রুত সম্পাদন করতে সহমত হয়েছে।
আজ সকালে নতুনদিল্লির রাষ্ট্রপতি ভবনে ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে আনুস্থানিক অভ্যর্থনা জানানো হয়।ভিয়েতনামের প্রধানমন্ত্রীও রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।