প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে টেলিফোনে কথা বলেন। উভয় নেতা ইউক্রেন পরিস্থিতি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। ডিজিটালাইজেশন, সুস্থায়ী উন্নয়ন এবং যোগাযোগ সহ দুই দেশের মধ্যে চলতি সহযোগিতার ক্ষেত্রগুলি নিয়েও আলোচনা করেন তারা। কোয়ান্টাম, 5G-6G, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বকে আরও জোরদার ও গভীর করে তুলতে পুনরায় অঙ্গীকারবদ্ধ হন তাঁরা।
Site Admin | April 16, 2025 8:48 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে টেলিফোনে কথা বলেন
