মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 14, 2025 10:10 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমগ্র জাতি আজ বাবা সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সমগ্র জাতি আজ বাবা সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। তাঁর আদর্শ আজও সরকারের আত্মাকে দিশা নির্দেশ করে। হরিয়ানার হিসারে আজ এক জনসভায় শ্রী মোদী বলেন, গত ১১ বছর ধরে বাবা সাহেবের জীবন, সংগ্রাম এবং বাণী তাঁর সরকারের যাত্রাপথের ভিত্তি হয়ে রয়েছে। শ্রী মোদী আরো বলেন, নিপীড়িত থেকে বঞ্চিত, আদিবাসী থেকে মহিলা, দরিদ্র থেকে প্রান্তিক মানুষ, এদের সকলের জীবনে রূপান্তর আনার জন্য তার সরকার সচেষ্ট এবং এই রূপান্তরকে বাস্তব করতে বদ্ধপরিকর। হরিয়ানা বিকশিত ভারতের উদ্যোগ নিয়ে তা পূরণ করার লক্ষ্যে আন্তরিক ভাবে কাজ করে চলায় তিনি গর্বিত বলে প্রধানমন্ত্রী বলেন। ওয়াকফ আইনের সাম্প্রতিক পরিবর্তনকে সমর্থন করে শ্রী মোদী বলেন, এ থেকে দরিদ্র মুসলিমরা উপকৃত হবেন এবং আদিবাসীদের জমিও সুরক্ষিত রাখা যাবে। বহু মুসলিম বিধবা সরকারকে চিঠি লেখার পর থেকেই ওয়াকফ আইন নিয়ে আলোচনা শুরু হয় বলে শ্রী মোদী উল্লেখ করে বলেন, এই আইনের সাম্প্রতিক পরিবর্তনের ফলে দরিদ্র মুসলিমদের প্রতি বঞ্চনা বন্ধ হবে এবং পিছিয়ে পড়া মুলিমরা তাদের অধিকার পাবে।

      এর আগে শ্রী মোদী হিসার বিমানবন্দরের ২ নম্বর টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং হিসার থেকে অযোধ্যার বাণিজ্যিক উড়ানের যাত্রার সূচনাও করেন। নতুন এই টার্মিনাল প্রকল্প তৈরি করতে খরচ হবে ৪১০ কোটি টাকারও বেশি। এর মধ্যে থাকবে আধুনিক যাত্রী টার্মিনাল, কার্গোর সুবিধা এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের নতুন ভবন। প্রধানমন্ত্রী বলেন, ২০১৪র আগে ভারতে মাত্র ৭৪টি বিমানবন্দর ছিল, এখন সেই সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। তিনি কেন্দ্রের উড়ান প্রকল্পের সাফল্যের উল্লেখ করে বলেন,এর জন্যই এই প্রথম কয়েক লক্ষ ভারতীয় প্রথম বারের জন্য বিমান যাত্রা করতে পারলেন। অনুষ্ঠানে উপস্থিত হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি বলেন, নতুন বিমান পরিষেবার সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ,পর্যটন এবং বিনিয়োগের সুযোগ অনেকটাই বেড়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী আজ ১০০০ কোটি টাকারও বেশি মূল্যের,৮০০ মেগাওয়াট ইউনিট ক্ষমতা সম্পন্ন দীনবন্ধু ছোটুরাম তাপবিদ্যুৎ প্রকল্প, মোকারাবপুরে কমপ্রেশড বায়োগ্যাস প্রকল্প এবং ১৪ কিলোমিটারের বেশি দীর্ঘ রেওয়ারী বাইপাস এর শিলান্যাস করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন