প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, NDA জোটে AIDMK সামিল হওয়ায়, সন্তোষ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, জোটের অন্য সহযোগীদের সঙ্গে যৌথভাবে তাঁরা তামিলনাড়ুর উন্নয়নকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবেন। MG রামাচন্দ্রন এবং জয়ললিতার স্বপ্নকে বাস্তবায়িত করতে NDA জোট সেরাজ্যে সরকার গঠন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনন্য তামিল সংস্কৃতিকে রক্ষা করতে দুর্নীতিগ্রস্ত DMK সরকারের অপসারণ জরুরী বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
Site Admin | April 12, 2025 8:23 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, NDA জোটে AIDMK সামিল হওয়ায়, সন্তোষ প্রকাশ করেছেন।
