প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের নাগপুরে মাধব নেত্রালয় প্রিমিয়াম সেন্টারের শিলান্যাস করেছেন।
এটি মাধব নেত্রালয় চক্ষু ইন্সটিটিউট ও গবেষণা কেন্দ্রের একটি নতুন সম্প্রসারিত ভবন। ২০১৪ সালে প্রতিষ্ঠিত এটি একটি প্রিমিয়ার সুপার-স্পেশালিটি চক্ষু হাসপাতাল। ২৫০ শয্যার এই হাসপাতালে, ১৪টি বহির্বিভাগ এবং ১৪টি মডিউলার অপারেশন থিয়েটার থাকবে, যার লক্ষ্য জনগণকে সাশ্রয়ী মূল্যে এবং বিশ্বমানের পরিষেবা দেওয়া। পরে, প্রধানমন্ত্রী সোলার ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস লিমিটেডে লোটারিং মিউনিশন টেস্টিং রেঞ্জ এবং ইউএভিগুলির জন্য রানওয়ে সুবিধার উদ্বোধন করবেন।
এর আগে শ্রী মোদী দীক্ষাভূমি পরিদর্শন করেন এবং ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ডঃ বি আর আম্বেদকর এর প্রতি শ্রদ্ধা জানান। দীক্ষাভূমি সেই জায়গা যেখানে বাবাসাহেব আম্বেদকর ১৯৫৬ সালে তাঁর অনুগামীদের সাথে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন।
অনুষ্ঠানস্থলে ভিজিটর্স ডায়েরিতে লেখা তাঁর বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, একটি উন্নত ও সর্বজনীন ভারত গড়ে তোলাই হবে ডঃ বি আর আম্বেদকরের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। দীক্ষাভূমি দরিদ্র, কম সুবিধাপ্রাপ্ত এবং অভাবীদের জন্য সমান অধিকার এবং ন্যায়বিচারের ব্যবস্থা নিয়ে এগিয়ে যেতে মানুষকে শক্তি দেয়।
প্রধানমন্ত্রী আজ সকালে নাগপুরের স্মৃতি মন্দিরেও যান এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা জনক ডঃ কেশব হেডগেওয়ার এবং গুরুজি নামে পরিচিত মাধবরাও গোলওয়ালকরের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আরএসএস প্রধান মোহন ভাগবত, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং আরএসএসের প্রবীণ সদস্য ভাইয়াজি যোশী।
হিন্দু নববর্ষের সূচনা উপলক্ষে সঙ্ঘের কর্মসূচির মধ্যেই মোদীর এই সফর। ১৯২৫ সালে নাগপুরে ডঃ কেশব হেডগেওয়ার দ্বারা প্রতিষ্ঠিত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই বছর তার শতবর্ষ উদযাপন করছে।
মহারাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী বিকেল সাড়ে তিনটে নাগাদ ছত্তিশগড়ের বিলাসপুরে যাবেন। সেখানে তিনি ৩৩,৭০০ কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।