প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিকশিত ভারত গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে গ্রামগুলির উন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ভিডিও বার্তার মাধ্যমে গুজরাটের ভরওয়াদ সমাজের বাভালিয়ালি ধামের এক অনুষ্ঠানে শ্রী মোদী, এক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘সবকা প্রয়াস’ এই মন্ত্র দেশের সবচেয়ে বড় শক্তি। গ্রামের মানুষের ক্ষমতায়নে আধুনিক শিক্ষা পদ্ধতি অবলম্বনের পরামর্শ দেন তিনি। সংশ্লিষ্ট সম্প্রদায়ের ছেলেমেয়েদের একটি শক্তিশালী সমাজ গঠনে অবদান রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গবাদি পশুর জন্য সরকারের বিনামূল্যে টিকাদান কর্মসূচির কথা তুলে ধরে তাদের যাতে নিয়মিত টিকা দেওয়া হয় সেই বিষয়টি তিনি নিশ্চিত করতে বলেন। অনুষ্ঠানে দেশীয় গবাদি পশুর প্রজাতি সংরক্ষণের গুরুত্বের ওপর জোর দিয়ে জাতীয় গোকুল মিশন সম্পর্কে সকলকে অবহিত করার পর প্রধানমন্ত্রী প্রাকৃতিক চাষের গুরুত্বের কথা তুলে ধরেন।
Site Admin | March 21, 2025 7:01 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিকশিত ভারত গড়ার প্রথম পদক্ষেপ হিসেবে গ্রামগুলির উন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
