প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ২৫তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে যান। কর্তব্য পালন করতে গিয়ে যে জওয়ানরা সর্বোচ্চ আত্মবলিদান দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান শ্রী মোদী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, প্রত্যেক ভারতীয়ের কাছে এটি একটি বিশেষ দিন। যারা দেশকে রক্ষা করেন তাদের প্রতিও শ্রদ্ধা জানানোর দিন।
প্রধানমন্ত্রী আজ শিনকুন লা সুড়ঙ্গ প্রকল্পের নির্মাণের কাজও শুরু করবেন। লেহ-র সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এই প্রকল্পটি গুরুত্বপূর্ণ। ৪.১ কিলোমিটার দীর্ঘ টুইন টিউব টানেলটি নিমু-পাদুম-দারচা রোডে প্রায় ১৫ হাজার ৮০০ ফুট উচ্চতায় নির্মিত হবে যাতে লেহ-তে সমস্ত আবহাওয়ার যোগাযোগ বজায় থাকে। নির্মাণ শেষ হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু টানেল।