মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 11, 2025 1:39 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসে ভারতীয় সম্প্রদায় তাকে যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসে ভারতীয় সম্প্রদায় তাকে যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক সমাজ মাধ্যম বার্তায় শ্রী মোদী বলেছেন, মরিশাসে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, মূল্যবোধের যে মজবুত সম্পর্ক রয়েছে, তা সত্যই উৎসাহ ব্যাঞ্জক। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ইতিহাস ও হৃদয়ের এই যোগাযোগ প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুপ্রেরণা যুগিয়ে আসছে।

প্রধানমন্ত্রী এর আগে আজ মরিশাসে গিয়ে পৌঁছলে প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলাম তাঁকে অভ্যর্থনা জানান। মরিশাসের প্রধানমন্ত্রী বিমানবন্দরে তাঁকে যেভাবে স্বাগত জানিয়ে বিশেষ সম্মান দেখিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ।

শ্রী মোদী মরিশাসে ২০-টিরও বেশি ভারতের অর্থ সাহায্য পুষ্ট প্রকল্পের উদ্বোধন করবেন। দু-দিনের সফরে শ্রী মোদী আগামীকাল মরিশাসের জাতীয় দিবস উদযাপনের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন