প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ গুজরাট এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এ দুদিনের সফর শুরু করতে চলেছেন। সফরকালে শ্রী মোদি, গুজরাটের সুরাট এবং নভসারিতে ও দমনের সিলভাসায় একাধিক কর্মসূচিতে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী আজ সকালে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ যাবেন। সিলভাসায় ও দাদরা নগরহাভেলিতে ২ হাজার ৫শো ৮৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা ও শিলান্যাস করবেন। সিলভাসায় একটি জনসভায় ভাষণ দেবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী সুরাট যাবেন, সেখানে তিনি খাদ্য নিরাপত্তা সংক্রান্ত এক প্রচার কর্মসূচির সূচনা করবেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় সুরাটে ২ লক্ষ প্রাপক সুবিধা পাবেন।
আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নভসারিতে ‘ লাখপতি দিদি সম্মেলনে’ যোগ দেবেন। শ্রী মোদি ২৫ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠীর আড়াই লক্ষ মহিলার জন্য ৪শো৫০কোটি টাকার অর্থ সাহায্য বন্টন করবেন।