প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখন্ড সফরে যাচ্ছেন। মুখওয়ায় তিনি মা-গঙ্গার দর্শন ও পুজো করবেন। শ্রী মোদী একটি ট্রেক ও বাইক Rally-র সূচনা করবেন। হরসিলে একটি জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
উল্লেখ্য, উত্তরাখন্ড সরকার চলতি বছর একটি শীতকালীন পর্যটন কর্মসূচীর সূচনা করেছে। গঙ্গোত্রী, যমুনত্রী, কেদারনাথ ও বদ্রীনাথে ইতিমধ্যে হাজার হাজার পুন্যার্থী ঘুরে গিয়েছেন। ধর্মীয় পর্যটনের প্রচার এবং স্হানীয় অর্থনীতির উন্নতির লক্ষে রাজ্য সরকারের এই উদ্যোগ।