মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 5, 2025 7:16 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার বিনিয়োগের ক্ষেত্রে পরিকাঠামো ও শিল্পের পাশাপাশি জনগণ, অর্থনীতি এবং উদ্ভাবনকেও অগ্রাধিকার দিয়েছে।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার বিনিয়োগের ক্ষেত্রে পরিকাঠামো ও শিল্পের পাশাপাশি জনগণ, অর্থনীতি এবং উদ্ভাবনকেও অগ্রাধিকার দিয়েছে।  ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ  কর্মসংস্থান সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে শ্রী মোদী বলেন, জনগণের জন্য বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা এবং স্বাস্থ্য পরিষেবা – এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে।  কয়েক দশক পর ভারতের শিক্ষা ব্যবস্থা কিভাবে এক বিরাট রূপান্তরের মধ্য দিয়ে চলেছে মানুষ আজ তা দেখতে পাচ্ছেন। সব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে টেলিমেডিসিন পরিষেবা পৌঁছে যাচ্ছে। ডে-কেয়ার ক্যান্সার সেন্টার এবং ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোর মাধ্যমে সরকার উন্নতমানের পরিষেবা সমাজের প্রান্তিক স্তর পর্যন্ত পৌঁছে দিতে আগ্রহী বলে শ্রী মোদী জানান।

            তিনি বলেন, দেশীয় ও আন্তর্জাতিক পর্যটনকে উৎসাহিত করতে এবারের বাজেটে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে দক্ষতা বাড়াতে ভারত, বৃহত্তর জাতীয় ভাষা মডেল তৈরি করবে। সরকার এবারের বাজেটে স্টার্টআপ ক্ষেত্রকে উৎসাহিত করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। গবেষণা ও উদ্ভাবনের লক্ষ্যে ১ লক্ষ কোটি টাকার একটি প্রস্তাব পাশ হয়েছে।

     ভারতের সমৃদ্ধ পাণ্ডুলিপি ঐতিহ্য সংরক্ষণে জ্ঞান ভারতম মিশনের তাৎপর্যের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, এর আওতায় এক কোটিরও বেশি পাণ্ডুলিপি ডিজিটাইজ করা হবে। তৈরি  হবে জাতীয় ডিজিটাল সংগ্রহশালা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন