মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 3, 2025 1:37 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে গুজরাটের সাসান গিরে জাতীয় বন্যপ্রাণী বোর্ড -এর সপ্তম বৈঠকে সভাপতিত্ব করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে গুজরাটের জুনাগড় জেলার সাসান গিরে জাতীয় বন্যপ্রাণী বোর্ড(এন বি ডব্লিউ এল)এর সপ্তম বৈঠকে সভাপতিত্ব করছেন। পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব, বন্যপ্রাণী বিষয়ে কাজ করা একাধিক রাজ্যের সদস্য ও বেসরকারি সংগঠন গুলির প্রতিনিধিরা, মুখ্য-বণ্যপ্রাণী ওয়ার্ডেন এবং একাধিক রাজ্যের সচিবরা এই বৈঠকে যোগ দিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে জুনাগড়ে, জাতীয় রেফারেল সেন্টার ফর ওয়াইল্ড লাইফের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। একই সঙ্গে ২০২৫ সালে এশিয়ার সিংহের সুমারিরও সূচনা করেন তিনি। এর আগে শ্রী মোদি,গির জাতীয় উদ্যানে,জঙ্গল সাফারি করেন। গিরের সিংহ সদন ক্যাম্পাসে বৃক্ষরোপণ অনুষ্ঠানেও তিনি অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনার কাজে নিযুক্ত বনকর্মীদের জন্য টহলদারি বাইকের উদ্বোধন করেন। ইকো গাইড, পরিদর্শক এবং বনকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন