মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 3, 2025 9:45 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে গুজরাটের সাসান গিরে জাতীয় বন্যপ্রাণী বোর্ড এর একটি বৈঠকে সভাপতিত্ব করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে গুজরাটের জুনাগড় জেলার সাসান গিরে জাতীয় বন্যপ্রাণী বোর্ড NBWL এর একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী গিরের সিংহ সদন ক্যাম্পাসে বৃক্ষরোপণ অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন। শ্রী মোদী বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য মাঠ কর্মীদের জন্য টহলদারি বাইকের উদ্বোধনও করবেন। ইকো গাইড, ট্র্যাকার এবং মাঠ কর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর।

আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে এশিয়ার সিংহের একমাত্র আবাসস্থল সাসান গিরে সিংহের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালে পরিচালিত আদমশুমারি অনুসা রে, গির বনাঞ্চলে সিংহের মোট সংখ্যা ৬৭৪।

বর্তমানে, গুজরাটের ৯টি জেলার ৫৩টি তালুক জুড়ে প্রায় ৩০,০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে এশিয়াটিক সিংহের বসবাস। কেন্দ্র এবং রাজ্য সরকার সিংহ এবং  অন্যান্য বন্যপ্রাণী ও প্রজাতি রক্ষার জন্য অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় প্রকল্প লায়ন-এর অংশ হিসাবে, জুনাগড় জেলার নিউ পিপাল্যায় ২০ দশমিক ২/৪ হেক্টরের বেশি জমিতে একটি জাতীয় বন্যপ্রাণী রেফারেল সেন্টার স্থাপন করা

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন