প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কৃষি ও গ্রামীণ বিকাশ বিষয়ক এক ওয়েবিনারে বলেছেন, এই আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেটে কৃষিক্ষেত্র কে স্থিতিশীল ও উন্নত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, উন্নত ভারত গড়ার দিকে দেশ দৃঢ় পায়ে এগিয়ে চলেছে। একযোগে কাজ করে, এমন ভারত গড়ে তুলতে হবে, যেখানে কৃষকদের ক্ষমতায়ন ও উন্নতি গুরুত্ব পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। উন্নয়নের প্রথম ধাপ কৃষি, তাই কৃষকরা দেশের গর্ব। কৃষি এবং গ্রামাঞ্চলের উন্নয়নকে সরকার গুরুত্ব দিচ্ছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। বাজেটে, পিএম ধনধান্য কৃষি যোজনার কথাও তিনি উল্লেখ করেন।
Site Admin | March 1, 2025 6:09 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষি বৃদ্ধি ও গ্রামীণ সমৃদ্ধির দ্বৈত লক্ষ্য সরকারের।
