প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে মহাকুম্ভের ঐতিহ্য হাজার হাজার বছর ধরে ভারতের জাতীয় চেতনাকে পুনরুজ্জীবিত করছে, দেশ ও সমাজকে নতুন পথের দিশা দেখিয়েছে। এবারে মহাকুম্ভ ১৪৪ বছর পর অনুষ্ঠিত হয়েছে এবং ভারতের উন্নয়ন যাত্রায় এক নতুন অধ্যায়ের বার্তা দিয়েছে। তিনি বলেন, বার্তাটি বিকশিত ভারত-এর। সোশ্যাল মিডিয়ায় একটি ব্লগে তিনি লিখেছেন, দেশ বর্তমানে এক নতুন শক্তি নিয়ে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী বলেন, মহাকুম্ভে দেশ-বিদেশসহ প্রতিটি অঞ্চলের মানুষ, জাত-পাত ভুলে এক হয়েছিল।
মহাকুম্ভকে ঐক্যের মহাযজ্ঞ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত তার ঐতিহ্য নিয়ে গর্বিত। এটি ছিল প্রয়াগরাজের একতার মহাকুম্ভ, যেখানে ১৪০ কোটি ভারতবাসীর অনুভূতি একই জায়গায়, একই সময়ে, এই পবিত্র অনুষ্ঠানের জন্য একত্রিত হয়েছিল। তিনি বলেন, বিশ্ব অবাক হয়ে দেখেছে, কীভাবে কোটি কোটি মানুষ নদীর সঙ্গমস্থল প্রয়াগরাজে সমবেত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, এসব লোকের কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ ছিল না, কখন যাবেন সে বিষয়ে কোনো আগাম যোগাযোগ ছিল না। তবুও কোটি কোটি মানুষ নিজ নিজ ইচ্ছায় মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়ে পবিত্র জলে ডুব দেওয়ার আনন্দ অনুভব করেছেন। এই একতার মহাকুম্ভ জাতিকে নতুন সংকল্প নিয়ে এগিয়ে যেতে সহায়তা করবে। জাতির সেবাই ঈশ্বরের সেবা এই উপলব্ধি নিয়ে সবাইকে কাজ করার আহ্বানও জানান তিনি।
সফলভাবে মহাকুম্ভ মেলা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, প্রয়াগরাজে ২০২৫-এর মহাকুম্ভ গতরাতে মহা শিবরাত্রির পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৪৫ দিনব্যাপী এই আধ্যাত্মিক মহামিলন ক্ষেত্রে ৬৬ কোটি ৩০ লক্ষরও বেশি পুন্যার্থী ত্রিবেণী সঙ্গমে অবগাহন করেন।