মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 25, 2025 6:44 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুয়াহাটিতে অ্যাডভানটেজ অসমের দ্বিতীয় পর্যায়ের  উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুয়াহাটিতে অ্যাডভানটেজ অসমের দ্বিতীয় পর্যায়ের  উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেছেন। ভারতের উন্নয়ণে তিনি উত্তর পূর্বাঞ্চলের অবদানের কথা তুলে ধরেন । তিনি দেশের উন্নয়নে  উত্তর-পূর্বাঞ্চল বিশেষ করে অসমে একাধিক শান্তি চুক্তির পর যুবসমাজের উন্নয়নের কাজে অংশগ্রহণের কথা বলেন।

     এর আগে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে অসমের বিজেপি সরকার রাজ্যকে এক নতুন দিশা দেখিয়েছে।

অনুষ্ঠানে উপস্হিত ছিলেন,  রাজ্যপাল এল পি আচারিয়া, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, কেন্দ্রীয় জাহাজ ও জলপথ দফতরের মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, উত্তরপূর্বাঞ্চল উন্নয়মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রমুখ।  দু-দিনের এই বিনিয়োগ ও পরিকাঠামো সম্মেলনে বাণিজ্যিক উদ্যোগ নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, দু-দিনের সফরে প্রধানমন্ত্রী গতকাল অসম পৌঁছন। আজ বিকেলেই তিনি নতুন দিল্লি ফিরবেন। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন