প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কমলা পূজারীর মৃত্যুতে গভীর শোক ব্যাক্ত করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদি বলেন, কৃষি ক্ষেত্রে, বিশেষত জৈব কৃষির বীজ সংরক্ষণে তাঁর অবদান পর্বত প্রমাণ।প্রধানমন্ত্রী বলেন, জীব বৈচিত্র্য রক্ষার কাজে কমলা পূজারীর ভূমিকা চির স্মরণীয় হয়ে থাকবে। আদিবাসী সমাজের ক্ষমতায়নে তাঁর ভূমিকাও প্রধানমন্ত্রী তুলে ধরেন।
Site Admin | July 20, 2024 9:51 PM