প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীর ভারত মণ্ডপমে SOUL লিডারশীপ কনক্লেভের প্রথম সংস্করণে ভাষণ দেবেন। ভূটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে এই অনুষ্ঠানে অংশ নেবেন।
প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স এতে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করেন। ভারত মণ্ডপমে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠানের সূচনা হবে।
শ্রী শেরিং গতকাল নতুন দিল্লীতে পৌঁছালে তাঁকে স্বাগত ঞ্জানান বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘারিটা। তার এই সফরের ফলে ভারত- ভুটান সম্পর্কে ঘনিষ্ঠ কুটনৈতিক সম্পর্কে নতুন মাইল ফলক স্পর্শ করবে।
দুদিনের এই কনক্লেভের লক্ষ্য হল রাজনৈতিক, ক্রীড়া, শিল্প সংকৃতি, মিডিয়া, আধ্যাত্মিকতা, ব্যবসা ও সামাজিক ক্ষেত্রে প্রভাবশালীদের এক্ ত্রিত করা।