প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ভারত টেক্স ২০২৫-এ অংশ নেবেন। এই উপলক্ষে এক জনসভায় তিনি ভাষণও দেবেন। আগামী ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হচ্ছে ‘ভারত টেক্স ২০২৫’ নামে একটি বড় অনুষ্ঠান। এর লক্ষ্য হল এক ছাদের নীচে কাঁচামাল থেকে শুরু করে আনুষাঙ্গিক সমস্ত পণ্য সহ পুরো টেক্সটাইল ভ্যালু চেইনকে একত্রিত করা।
ভারত টেক্স প্ল্যাটফর্মটি টেক্সটাইল শিল্পের বৃহত্তম এবং সর্বাধিক বিস্তৃত একটি মেগা এক্সপো যা সম্পূর্ণ টেক্সটাইল ইকোসিস্টেম প্রদর্শন করে। এতে ৭০টিরও বেশি কনফারেন্স সেশন, গোলটেবিল আলোচনা, প্যানেল আলোচনা এবং মাস্টার ক্লাস সমন্বিত একটি গ্লোবাল স্কেল কনফারেন্স থাকবে। প্রদর্শনীতে স্পেশাল ইনোভেশন ও স্টার্ট আপ প্যাভিলিয়নও থাকবে। এতে হ্যাকাথনভিত্তিক স্টার্টআপ পিচ ফেস্ট এবং ইনোভেশন ফেস্ট, টেক ট্যাংক এবং ডিজাইন চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত থাকবে যা শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের মাধ্যমে স্টার্টআপদের জন্য অর্থ জোগানের সুযোগ করে দেবে। ইন্টারন্যাশনাল টেক্সটাইল ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন (আইটিএমএফ), ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটি (আইসিএসি) সহ বিশ্বের ২৫টিরও বেশি শীর্ষস্থানীয় টেক্সটাইল সংস্থা এবং সমিতি এতে অংশ নেবে।