প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ তাঁর সাম্প্রতিক ভাষণে ভারতীয় অর্থনীতির একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি কেন্দ্রীয় বাজেট এবং আয়কর বিল পেশের সময় অর্থমন্ত্রীর ভাষণ সকলের সঙ্গে ভাগ করে নেন। সরকারের সংস্কারমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে শ্রীমতী সীতারমণের ভূমিকার প্রশংসা করেন তিনি।