প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। শ্রী মোদি বলেছেন, ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তাঁরা উভয়ে কাজ করে যাবেন। দু দেশের সম্পর্ককে মজবুত করে তাকে সুসংহত রূপ দেওয়ার ক্ষেত্রে ট্রাম্প তাঁর অবদান রেখেছেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী টেক্সাসে ‘হাউডি মোদি’ এবং গুজরাটে ‘নামস্তে ট্রাম্প ‘ অনুষ্ঠানের উল্লেখ করেন। শ্রী মোদি, মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে, অভিনন্দন জানান। তিনি বলেন, গতবছর ভারতের জনগণ তাঁকে নির্বাচিত করে উপর্যুপরি তৃতীয়বারের জন্য তাদের সেবার সুযোগ দিয়েছেন। তাঁরা দুই নেতা, দু’দেশের প্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করবেন বলে শ্রী মোদী উল্লেখ করেন। তিনি বলেন, এই সময় যুদ্ধের নয় এবং কূটনীতির মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে।
মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প শান্তি ফেরাতে উদ্যোগী হওয়ায় শ্রী মোদি খুশি ব্যক্ত করেন। তিনি বলেন ইউক্রেন যুদ্ধ সম্পর্কে বিশ্ব ভারতকে নিরপেক্ষ ভাবলেও ভারত নিরপেক্ষ নয় বরং শান্তির পক্ষে।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প শ্রী মোদিকে তার দীর্ঘদিনের বন্ধু এবং একজন বড় মাপের নেতা বলে উল্লেখ করেন। তিনি বলেন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল এবং গ্যাস ক্রয় করবে।
উল্লেখ্য প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয়বারের কার্যকাল শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এটি প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সফর।