প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফল ফ্রান্স সফর শেষ করে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন DC তে পৌঁছেছেন। প্রবল শীত উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী ভারতীয় তাঁকে বিমানবন্দরে স্বাগত জানায়। সফরসূচীতে তার মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। মার্কিন যুক্ত্ররাষ্ট্রে পৌছানোর পর তিনি সেদেশের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে গতকাল তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ইতিহাস খ্যাত ফরাসী শহর মার্সেইতে ভারতের প্রথম বাণিজ্যিক দূতাবাসের উদ্বোধন করেন। তাঁরা ভারতীয় সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মবলিদানকারী ভারতীয় সেনানীদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেছেন তারা। ম্যাজারগার্স ওয়ার সেমিট্রি-তে প্রায় ১৭-শোরও বেশি সেনার কবর রয়েছে। উভয় নেতাই এর আগে ক্যাডারচে আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর [আইটিইআর] পরিদর্শন করেন। কোনো রাষ্ট্রপ্রধানের ITER-এ এটি প্রথম সফর। এটি বর্তমান বিশ্বের অন্যতম উন্নত ফিউশন শক্তি প্রকল্পগুলির মধ্যে একটি।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ দু-দেশের কৌশলগত অংশীদারিত্ব বিশেষত প্রতিরক্ষা, পরমাণু শক্তি এবং মহাকাশ ক্ষেত্র নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। গতকাল দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতাই, ভারত – ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে পুনরায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।