প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ আজ ইতিহাস খ্যাত ফরাসী শহর মার্সেইতে ভারতের প্রথম বাণিজ্যিক দূতাবাসের উদ্বোধন করেছেন। এর আগে তাঁরা ভারতীয় সম্প্রদায়ের মানুষজনের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মবলিদানকারী ভারতীয় সেনানীদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেছেন তারা। ম্যাজারগার্স ওয়ার সেমিট্রি-তে প্রায় ১৭-শোরও বেশি সেনার কবর রয়েছে। উভয় নেতাই আজ এর আগে ক্যাডারচে আন্তর্জাতিক থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর [আইটিইআর] পরিদর্শন করেন। কোনো রাষ্ট্রপ্রধানের ITER-এ এটি প্রথম সফর। এটি বর্তমান বিশ্বের অন্যতম উন্নত ফিউশন শক্তি প্রকল্পগুলির মধ্যে একটি।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রোঁ দু-দেশের কৌশলগত অংশীদারিত্ব বিশেষত প্রতিরক্ষা, পরমাণু শক্তি এবং মহাকাশ ক্ষেত্র নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। গতকাল দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতাই, ভারত – ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে পুনরায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী মোদী এবং ফরাসী রাষ্ট্রপতি ম্যাক্রোঁ গতকাল বিশেষ বিমানে প্যারিস থেকে মারসেই পৌঁছেছেন। নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় সমূহ নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। দুই পক্ষই বিনিয়োগ এবং বাণিজ্য সম্পর্ককে আরও মজবুত করা এবং চতুর্দশ ভারত – ফ্রান্স সিইও ফোরামের এসংক্রান্ত একটি প্রতিবেদনকে স্বাগত জানিয়েছেন।