প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত এক দশকে ভারত, দশম থেকে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে। দ্বারকার যশোভূমিতে আজ সকালে ইন্ডিয়া এনার্জি উইক ২০২৫-এর ভার্চুয়ালি উদ্বোধন করে শ্রী মোদী বলেন, দেশের সৌরশক্তি উৎপাদন ক্ষমতা ৩২ গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারত তৃতীয় বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে। জীবাশ্ম বহির্ভূত জ্বালানি উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে তিনগুণ। প্যারিস জি-২০ সম্মেলনে গৃহীত লক্ষ্য পূরণকারী প্রথম দেশ হল ভারত।
প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন, ভারত কেবল নিজের বিকাশ নয়, গোটা বিশ্বের উন্নয়নেও অবদান জোগাচ্ছে। এক্ষেত্রে দেশের জ্বালানি ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে ভারত জৈব জ্বালানি তৈরিতেও যথেষ্ট উন্নতি করেছে।
শ্রী মোদী বলেন, দেশে বর্তমানে ১৯% ইথানল মিশ্রিত জ্বালানি উৎপাদিত হচ্ছে। (এর ফলে একদিকে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে তেমনই কার্বন নির্গমন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৫-এর অক্টোবরের মধ্যে ভারত ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলেছে বলে তিনি জানান।)
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় ভারত, স্থানীয় সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করে তোলা এবং উৎপাদনের ওপর জোর দিচ্ছে।