প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গতরাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ফ্রান্সের সশস্ত্র বাহিনীর মন্ত্রী সেবেস স্টিয়ান লেকার্নু। সেখানে প্রতিক্ষারত ভারতীয় সম্প্রদায়ের মানুষজন তাঁকে হার্দিক স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, প্যারিসে তিনি এক স্মরণীয় অভ্যর্থনা পেয়েছেন। ঠান্ডা আবহাওয়ার মধ্যেও সেখানকার মানুষ তাঁর প্রতি আন্তরিকতা প্রদর্শন করেছেন। তিনি সেখানে বসবাসরত ভারতীয়দের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাদের কর্মকান্ডের জন্যও গৌরববোধ করেছেন।
প্রধানমন্ত্রী এরপর ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ-র আমন্ত্রণে এক নৈশ ভোজসভায় মিলিত হন। সেখানে এ আই সামিটের নেতৃবৃন্দ অংশ নেন। নৈশভোজে তিনি আমেরিকার উপ-রাষ্ট্রপতি জে ডি ভান্স-এর সঙ্গে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ড ম্যাক্রোঁ উষ্ণ আলিঙ্গণে আবদ্ধ, যা ছিল একস্মরণীয় মুহূর্ত। সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর বন্ধু রাষ্ট্রপতি ম্যাক্রোঁ-র সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি আনন্দিত।