প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রে সফরের উদ্দেশে রওনা হয়েছেন। কৌশলগত অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব বাড়ানোর লক্ষে এই সফর। ফ্রান্সের রাষ্ট্রপতির আমন্ত্রণে ইমানুয়েল ম্যাক্রোঁ আমন্ত্রণএ তিনি আজ থেকে ১২-ই ফেব্রুয়ারী ফ্রান্স সফর করবেন। এই সফরে তিনি এ আই অ্যাকশন সামিটে সহ সভাপতিত্ব করবেন। এর পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনা ও মার্সেইতে ভারতের নতুন বাণিজ্যিক দূতাবাসেরও উদ্বোধন করবেন।
আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্যারিসের গ্র্যান্ড প্যালেসে, AI-নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্বব্যাপী সংলাপের জন্য প্রস্তুতি পুরোদমে চলছে। প্রথম সারির গবেষক, বাণিজ্যিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের সদস্যরা ছাড়াও ১00 টিরও বেশি দেশের প্রতিনিধিরা শাসন, অর্থনীতি এবং মৌলিক অধিকারের উপর AI এর প্রভাব নিয়ে আলোচনা করবেন।
ফ্রান্স থেকে প্রধানমন্ত্রী ১২’ই ফেব্রুয়ারী, বুধবার যাবেন ওয়াশিংটন DC-তে ।
সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি প্রথমে বৈঠক করবেন। উভয় নেতার আলোচনায় বাণিজ্য, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা, অভিবাসন সংক্রান্ত বিষয়গুলি উঠে আসবে বলে মনে করা হচ্ছে। দু’দেশের সম্পর্কের গতি নির্ধারণের উপরে গুরুত্ব দেওয়া হবে।