মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 10, 2025 10:57 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর শুরু করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেলে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফর শুরু করবেন। একে যুগান্তকারী কূটনৈতিক সফরে পরিণত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে,  যার উদ্দেশ্য  দুটি দেশের মধ্যে অর্থনৈতিক এবং প্রযুক্তি ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী  করা। ফ্রান্সে, আগামীকাল শুরু হবে কৃত্রিম মেধা সংক্রান্ত  এআই অ্যাকশন সামিট। প্রধানমন্ত্রী, ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এআই এই সম্মেলনে সহ-সভাপতিত্ব করবেন। তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনাও করবেন এবং মার্সেইতে ভারতের নতুন একটি বাণিজ্যিক দূতাবাসের উদ্বোধন করবেন।  

এদিকে আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্যারিসের গ্র্যান্ড প্যালেসে, AI-নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্বব্যাপী সংলাপের জন্য প্রস্তুতি পুরোদমে চলছে। প্রথম সারির গবেষক, ব্যবসা জগতের নে্তৃবৃন্দ এবং সুশীল সমাজের সদস্যরা ছাড়াও ১00 টিরও বেশি দেশের প্রতিনিধিরা শাসন, অর্থনীতি এবং মৌলিক অধিকারের উপর AI এর প্রভাব নিয়ে আলোচনা করবেন। বৃটেন এবং দক্ষিণ কোরিয়ায় ের আগে  AI শীর্ষ সম্মেলনের উপর ভিত্তি করে, এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।  বিশ্বব্যাপী AI-এর  অভিন্ন নীতি কার্যকর করতে এবং AI-এর মাধ্যমে দায়িত্বশীল উন্নয়ন নিশ্চিত করা এই শীর্ষ সম্মেলনের উদ্দেশ্য।  পৃথিবী জুড়ে AI শিল্পের সংস্কারের ক্ষেত্রে যে নৈতিক দায়িত্বের  সঙ্গে উদ্ভাবনের ভারসাম্যের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সহ-সভাপতি হিসাবে, ভারত  AI উন্নয়ন, সকলে যাতে এই প্রযুক্তির সুফল পায় তা নিশ্চিত করা এবং উদ্ভাবনের উপর জোর দিয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেহেতু বিশ্বকে পুনর্নির্মাণ করার কাজে কৃত্রিম মেধাণভূমিকা গুরুত্বপূর্ণ  হতে চলেছে, তাই এই শীর্ষ সম্মেলন ভবিষ্যতে অন্তর্ভুক্তিমূলক AI ব্যবস্থাপনার ভিত্তি স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। ফ্রান্স থেকে প্রধানমন্ত্রী যাবেন ওয়াশিংটন DCতে । সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি প্রথমে বৈঠক করবেন। উভয় নেতার আলোচনায় বাণিজ্য, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা, অভিবাসন সংক্রান্ত বিষয়গুলি উঠে আসবে বলে মনে করা হচ্ছে। দু দেশের সম্পর্কের গতি নির্ধারণের উপরে গুরুত্ব দেওয়া হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন