মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 8, 2025 10:38 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি WAVES-এর উপদেষ্টা পর্ষদের সদস্যদের সঙ্গে জরুরী এক বৈঠক করেছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি WAVES-এর উপদেষ্টা পর্ষদের সদস্যদের সঙ্গে জরুরী এক বৈঠক করেছেন। ওয়েভস হল আন্তর্জাতিক স্তরের এক মঞ্চ, যেখানে বিনোদন, সৃজনশীল এবং সাংস্কৃতিক  জগতের শীরষ ব্যক্তিত্বরা  একজোট হয়েছেন। শ্রী মোদী  অভিনেতা অমিতাভ বচ্চন, দিলজিৎ দোসাঞ্জ, রজনীকান্ত, শাহরুখ খান, রণবীর কাপুর, চিরঞ্জীবী, অনিল কাপুর, অক্ষয় কুমার এবং অনুপম খের সহ দেশ বিদেশের সাংস্কৃতিক জগতের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করেন। এরা ছাড়াও বৈঠকে ছিলেন সঙ্গীত পরিচালক এ আর রহমান, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, মাইক্রোসফটের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সত্য নাদেলা, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারপারসন আনন্দ মাহিন্দ্রা । সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন সমাজের নানা ক্ষেত্র থেকে বিশিষ্টজনেরা এই উপদেষ্টা পর্ষদের সদস্য। সদস্যরা ওয়েভস উদ্যোগের বিষয়ে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আন্তর্জাতিকস্তরে ভারতকে প্রথম সারির একটি বিনোদন কেন্দ্রে পরিণত করতে তাঁরা তাঁদের মূল্যবান মতামতও ভাগ করে নিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন