মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 7, 2025 9:43 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়নে মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বলেছেন, তাদের আশা আকাঙ্খা ও অবদান, এই বিকাশের গতি আরও ত্বরান্বিত করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উন্নয়নে মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে বলেছেন, তাদের আশা আকাঙ্খা ও অবদান, এই বিকাশের গতি আরও ত্বরান্বিত করেছে।

রাজ্যসভায় গতকাল রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব নিয়ে আলোচনার জবাবী ভাষণে শ্রী মোদী বলেন, মধ্যবিত্ত শ্রেণীকে , আরও বেশি করে আর্থিক সহায়তা প্রদান করে তাদের ক্ষমতায়নের জন্যে তাঁর সরকার দায়বদ্ধ। বর্তমানে দেশে এক নব্য মধ্যবিত্ত শ্রেণী আত্মপ্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, এদের জন্যেও সরকার সব রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
দেশের ২৫ কোটি মানুষকে ইতোমধ্যেই দারিদ্র্য মুক্ত করা সম্ভব হয়েছে বলেও গর্বের সঙ্গে দাবি করেন তিনি।

 দ্ব্যর্থ হীন ভাষায় প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের উন্নয়নের মডেল ‘দেশের স্বার্থই সর্বাধিক গুরুত্বপূর্ণ ‘ অর্থাৎ  Nation first এই নীতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এর মধ্যে তোষামোদের কোন স্থান নেই বরং সর্বসাধারণের সন্তুষ্টি বিধান করাই এর লক্ষ্য। দেশের মানুষ পরীক্ষা করেছেন, বুঝেছেন এবং এই মডেলকে সমর্থন করেছেন। সেই কারণেই NDA তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে সমর্থ হয়েছে।

শ্রী মোদী  আরও বলেন তার সরকার দক্ষতা উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক আর্থিক নীতি ও  শিল্পায়নের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে।  সেই সঙ্গে কংগ্রেসের সমালোচনা করে   তিনি বলেন ‘সবকা সাথ সবকা বিকাশ’ মডেল কংগ্রেসের একেবারেই বোধগম্য  নয়। তারা শুধুমাত্র  একটি  পরিবারের প্রতি দায়বদ্ধ।

তাঁর আরও অভিযোগ , কংগ্রেস বাবাসাহেব আম্বেদকরকে ঘৃণা করতো। তাকে নির্বাচনে হারানোর জন্য সব রকমের চেষ্টা করেছিল। বাবাসাহেবকে তারা কখনোই ভারতরত্ন সম্মান পাওয়ার উপযোগী বলে মনে করেনি। কিন্তু তাঁর সরকার তপশিলী জাতি ও উপজাতিদের স্বার্থ রক্ষায় আইনকে আরো মজবুত করেছে।

প্রধানমন্ত্রীর জবাবী ভাষণের পর রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব, রাজ্য সভায় গৃহীত হয়। এতে বিরোধী সাংসদদের আনা বিভিন্ন সংশোধনীর প্রস্তাব, ধ্বনি ভোটে খারিজ হয়ে যায়।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন