মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 6, 2025 8:59 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকার, অন্যান্য অনগ্রসর শ্রেণির কমিশনকে সাংবিধানিক মর্যাদা প্রদান করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, তার সরকারের উন্নয়নের মডেল ‘দেশের স্বার্থই সর্বাধিক গুরুত্বপূর্ণ ‘ অর্থাৎ  Nation first এই নীতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এরমধ্যে তোষামোদের কোন স্থান নেই বরং সর্বসাধারণের সন্তুষ্টি বিধান করাই এর লক্ষ্য। দেশের মানুষ পরীক্ষা করেছেন, বুঝেছেন এবং এই মডেলকে সমর্থন করেছেন। সেই কারণেই NDA তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে সমর্থ হয়েছে।

 রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাবের আলোচনার শেষ পর্বে আজ প্রধানমন্ত্রী কংগ্রেসের প্রতি আক্রমণাত্মক বক্তব্য পেশ করেন। তিনি বলেন ‘সবকা সাথ সবকা বিকাশ’ মডেল কংগ্রেসের একেবারেই বোধগম্য বিষয় নয়। তারা একটা পরিবারের প্রতি দায়বদ্ধ। তিনি কংগ্রেসকে চৌর্যবৃত্তি, তোষামোদ এবং স্বজন পোষণের দায়ে অভিযুক্ত করেছেন।

শ্রী মোদী বলেন তার সরকার দক্ষতা উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক আর্থিক নীতি ও  শিল্পায়নের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। প্রধানমন্ত্রী এদিন বলেন, কংগ্রেস বাবাসাহেব আম্বেদকর কে ঘৃণা করতো।  তাকে নির্বাচনে হারানোর জন্য সব রকমের চেষ্টা করেছিল। বাবাসাহেব কে তারা কখনোই ভারতরত্ন সম্মান পাওয়ার উপযোগী বলে মনে করেনি।

প্রধানমন্ত্রী এদিন তার জবাবী ভাষণে বলেছেন, সরকার তপশিলী জাতি ও উপজাতিদের স্বার্থ রক্ষায় আইনকে আরো মজবুত করেছে।

দিব্যাঙ্গদের উন্নতির জন্য সরকার সচেষ্ট বলে তিনি উল্লেখ করেন । শ্রী মোদী বলেন, সরকার রূপান্তরকামীদের আইনি অধিকারের স্বার্থেও পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে অন্যান্য  অনগ্রসর শ্রেণীর স্বার্থে ওবিসি কমিশনকে সংবিধানে মর্যাদা দিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন