মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 1, 2025 9:53 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট দেশের ১৪০ কোটি মানুষের আশা আকাঙ্খা পূরণের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট দেশের ১৪০ কোটি মানুষের আশা আকাঙ্খা পূরণের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছে। এই বাজেট ভারতবাসীর স্বপ্ন পূরণে সক্ষম হবে বলে তাঁর অভিমত। তিনি মনে করেন, এই বাজেটের সুযোগ নিয়ে সঞ্চয়, বিনিয়োগ, ক্রয়ক্ষমতা বাড়বে যা কিনা দেশের অর্থনীতির বৃদ্ধি সুনিশ্চিত করবে।

তিনি মনে করেন,  আয়করের স্ল্যাব ১২ লক্ষ টাকা পর্যন্ত করশূন্য করায় দেশের মধ্যবিত্ত সম্প্রদায়ের সুবিধা হবে। তিনি আরও বলেন, এবারের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও কারখানা জাত পণ্যের উৎপাদন বৃদ্ধিতে জজোর দেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি জে পি নাড্ডা বলেছেন, বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এই বাজেট একটি বলিষ্ঠ পদক্ষেপ। এবারের বাজেটে চারটি মূল স্তম্ভ অর্থাৎ কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। 

কৃষিমন্ত্রী শিবরাজ পাতিল বাজেটের ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন,  সূতি উৎপাদন মিশন শুধুমাত্র  উৎপাদন নয়, পাশাপাশি গুণমান বৃদ্ধিরও সহায়ক হবে। সুস্থায়ী প্রাকৃতিক ফাইবার উৎপাদন ও তার প্রক্রিয়াকরণের উন্নতির দিকে নজর রেখে এই মিশন কার্যকর করা হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন