প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরাখন্ডের দেরাদুনের মহারানা প্রতাপ স্টেডিয়ামে ৩৮ তম জাতীয় গেমসের উদ্বোধন করবেন। বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট অ্যাথলিট পি টি উষা এবং জাতীয় স্তরের ক্রীড়াবিদরা এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। আগামী ১৪ ই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাখন্ডের ৮ টি জেলার ১১ টি শহরে এই জাতীয় গেমসের আসর বসবে। মোট ৩৫ টি গেমসের ৪৭ টি ইভেন্টের আয়োজন করা হবে।
এদিকে, আনুষ্ঠানিক উদ্বোধনের আগে উধমসিং নগরে গোয়ালপাড়ে এক ট্রায়াথালন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মণিপুর, মাহারাষ্ট্র পদক জিতেছে।