মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 28, 2025 9:54 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভুবনেশ্বরের জনতা ময়দানে “ উৎকর্ষ ওড়িশা, মেক ইন ওড়িশা কনক্লেভে্র” উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভুবনেশ্বরের জনতা ময়দানে “ উৎকর্ষ ওড়িশা, মেক ইন ওড়িশা কনক্লেভে্র” উদ্বোধন করবেন। এই নিয়ে শ্রী মোদী চলতি মাসে দ্বিতীয়বার ওড়িশা সফরে যাচ্ছেন। এর আগে গত ৯ই জানুয়ারি তিনি একই জায়গায় প্রবাসী ভারতীয় দিবসের সূচনা করেন। 

উল্লেখ্য এই উত্কর্ষ ওড়িশা ঐ রাজ্য সরকার আয়োজিত একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। এর লক্ষ্য হল ওড়িশাকে পূর্বদয় ভিশনের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু এবং বিনিয়োগের গন্তব্যস্থল হিসাবে গড়ে তোলা।

ওড়িশারর মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাঁও, ধর্মেন্দ্র প্রধান এবং অশ্বিনী বৈষ্ণো সম্মেলনে যোগ দেবেন।

আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, দুদিনের এই সম্মেলনের পর ৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আকর্ষণ এবং সাড়ে তিন লক্ষ কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। মেক ইন ওড়িশা কনক্লেভের আগের তিনবারের কোনোটিতেই প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না। সেই কারণে এবার এই সম্মেলন আরও বেশি তাত্পর্য লাভ করেছে।  

ভারত ছাড়াও আরও ১২ টি দেশের রাষ্ট্রদূত, বিনিয়োগকারী ও শিল্পপতি সহ সাত হাজারেরও বেশি প্রতিনিধি এই বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। প্রায় সাড়ে সাত হাজার শিল্পপতি ওয়েবসাইট মারফত তাদের নাম নথিভুক্ত করেছেন। এদের মধ্যে আছেন এস এল মিত্তল, ওম মঙ্গলম বিড়লা, অনিল আগারওয়াল, হিতেশ যোশী, টি ভি নরেন্দর, করণ আদানি, নবীন জিন্দাল এবং ঐক্লান জিন্দালের মত শিল্প জগতের প্রথম সারির ব্যক্তিত্বরাও।

সম্মেলনে শতাধিক বিনিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।  

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন