মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 27, 2025 8:42 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিইয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে ‘ন্যাশনাল ক্যাডেট কর্পস’ NCC –র বার্ষিক সভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিপ্পা প্যারেড গ্রাউন্ডে ‘ন্যাশনাল ক্যাডেট কর্পস’ NCC –র বার্ষিক সভায় ভাষণ দেবেন। NCC-PM র‍্যালির এবছরের থিম- ‘যুব শক্তি, বিকশিত ভারত’।

আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে ৮00-র’ও বেশি ক্যাডেট অংশগ্রহণ করবেন। জাতির সেবায় NCC-র দায়বদ্ধতাকে এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে।

  ১৮টি বন্ধু রাষ্ট্রের  ১৪৪ জন যুব ক্যাডেট, অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়াও, ‘মেরা যুব ভারত’,  শিক্ষা মন্ত্রক ও আদিবাসী বিষয়ক মন্ত্রকের ৬৫০রও বেশি স্বেচ্ছাসেবক, এই র‍্যালিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন