মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 26, 2025 10:01 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লীর কারিপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি) পিএম সমাবেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লীর কারিপ্পা প্যারেড গ্রাউন্ডে বার্ষিক ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি) পিএম সমাবেশে ভাষণ দেবেন। এবারের এনসিসি পিএম সমাবেশের থিম হল ‘যুব শক্তি, বিকশিত ভারত’। ৮00 জনেরও বেশি ক্যাডেট একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। অনুষ্ঠানের মাধ্যমে জাতি গঠনের প্রতি এনসিসির প্রতিশ্রুতি তুলে ধরা হবে। এছাড়াও, র‍্যালিতে ১৮টি বন্ধু  দেশের ১৪৪ জন তরুণ ক্যাডেট অংশগ্রহণ করবে।

এছাড়াও, সারা দেশ থেকে মেরা যুব ভারত, শিক্ষা মন্ত্রক এবং আদিবাসী বিষয়ক দপ্তরের ৬৫০রও বেশি স্বেচ্ছাসেবক বিশেষ অতিথি হিসাবে সমাবেশে যোগ দেবেন। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন