মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 25, 2025 4:11 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশের সমস্ত মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জাতীয় ভোটার দিবস উপলক্ষে দেশের সমস্ত মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, ভারতের গনতন্ত্র প্রতিষ্ঠা এবং প্রত্যেক নাগরিকের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যেই আজকের দিনটি উদযাপন করা হয়।দেশের ভবিষ্যত গঠনে অংশীদারিত্বের বিষয়টিও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনের ভূমিকারও বিশেষ প্রশংসা করেন।
শ্রী মোদী, তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানের একটি অংশ তুলে ধরে বলেন,দেশের সংবিধান রচয়িতারা সাধারণ মানুষর অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব সহকারে সংবিধানে তুলে ধরেছেন। ভারতকে গণতন্ত্রের মাতৃভূমি বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন গত দশকে দেশে গণতন্ত্র আরো শক্তিশালী ও বিকশিত হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন