মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 23, 2025 10:04 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন, পরাক্রম দিবসে সংবিধান ভবনের সেন্ট্রাল হলে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন, পরাক্রম দিবসে সংবিধান ভবনের সেন্ট্রাল হলে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান অধ্যক্ষ ওম বিড়লা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং অন্যান্য নেতৃবৃন্দ। স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন, ২০৪৭-এ দেশের কি লক্ষ্য হওয়া উচিত। ছাত্রছাত্রীরা উত্তর দেন, তারা ভারতকে উন্নত দেশ বা বিকশিত ভারত হিসাবে দেখতে চান।

শ্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকার দিল্লীর পরিবহন ব্যবস্থার উন্নতির স্বার্থে ১২০০ বৈদ্যুতিক বাস চালু করেছে। ভবিষ্যতে আরও করবে। তিনি স্কুল ছাত্রদের পি এম সূর্যঘর যোজনা সম্পর্কেও বুঝিয়ে বলেন। এই ব্যবস্থার মাধ্যমে পরিবেশ পরিবর্তনের চ্যালেঞ্জের মোকাবিলা করা সম্ভব হবে।  এই প্রকল্পের অংশ হিসাবে বিভিন্ন বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানো হয়েছে। যার মাধ্যমে বিদ্যুত্ শক্তি উত্পাদন সম্ভব। এতে গৃহস্থের বিদ্যুতের বিল অনেকটাই কমবে।

প্রধানমন্ত্রী বলেন, সৌরবিদ্যুতের মাধ্যমে ই ভেহিকেল বা ই যানবাহনে চার্জ দেওয়া সম্ভব হবে। এর ফলে জীবাশ্ম জ্বালানীর ওপর নির্ভরতা কমবে। বাড়িতে তৈরি সৌর বিদ্যুত্ সরকারকে বিক্রি করাও যেতে পারে। এতে একদিকে যেমন বিদ্যুতের প্রয়োজনীয়তা মেটানো সম্ভব, সেরকমই কিছু আর্থিক মুনাফাও হতে পারে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন