প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেতাজী সুভাষ চন্দ্র বসুর অনুপ্রেরণা নিয়ে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছেন। নেতাজীর ১২৯ তম জন্মদিবস উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, উন্নত ভারতের লক্ষ্য অর্জনের জন্য দেশবাসীকে কাজ করতে হবে। শ্রী মোদী বলেন, নেতাজী দেশকে স্বাধীন করার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন। তেমনই তিনি মানুষকে তাদের স্বাচ্ছন্দ্যময় পরিবেশ থেকে বেরিয়ে এসে কঠোর দক্ষতা বিকাশের ওপর মনোনিবেশ করতে বলেন। দেশকে দুর্বল করতে চায়, এমন শক্তিগুলি থেকে মানুষকে সতর্ক থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
শ্রী মোদী বলেন, তাঁর সরকার ইন্ডিয়া গেটের কাছে নেতাজীর একটি মূর্তি স্থাপন করেছে। আন্দামান ও নিকোবরের একটি দ্বীপের নাম পরিবর্তন করে নেতাজী সুভাষ চন্দ্র বসু দ্বীপ রাখা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে ২৫ কোটি ভারতীয় দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছেন, সারা দেশে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। দেশে সেনাবাহিনীর শক্তিও ব্যাপকভাবে বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।