মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 19, 2025 9:56 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবিলায় দেশের বিজ্ঞানী এবং উদ্ভাবকরা মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবিলায় দেশের বিজ্ঞানী এবং উদ্ভাবকরা মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নতুন দিগন্ত সৃষ্টি করেছে। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের ১১৮-তম পর্বে শ্রী মোদী, মহাকাশ ক্ষেত্রে ভারতের সাম্প্রতিক কৃতিত্বগুলির প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী, স্পেস ডকিং-এর প্রশংসা করে বলেন, মহাকাশ স্টেশনে নিয়মিত সরবরাহ বজায় রাখতে ও নতুন নতুন নভোচারীকে সেখানে পাঠাতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি বলেন, ভারত বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই সাফল্য অর্জন করলো। ইসরোর বিজ্ঞানীদের প্রশংসা করে তিনি বলেন, মহাকাশে বীজ বপন করার ক্ষেত্রে তারা দক্ষতার পরিচয় দেখিয়েছে। এই বীজ থেকেই সেখানে গাছ জন্মাবে। আগামী দিনে এই প্রযুক্তির সাহায্যে মহাকাশে সবজি উৎপাদন সম্ভব হবে। IIT মাদ্রাসের এক্সটেম সেন্টারের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, এই গবেষণা কেন্দ্রটি মহাকাশে  ত্রৈমাত্রিক প্রযুক্তি ব্যবহার, মেটাল ফোম ও অপটিক্যাল ফাইবার তৈরী করার ব্যাপারে গবেষণা চালাচ্ছে। এর ফলে ভবিষ্যতের গগনযান মিশন আরো শক্তিশালী হবে এবং মহাকাশ স্টেশনগুলির প্রযুক্তির নতুন নতুন দিক খুলে যাবে। এদিন তিনি বিজ্ঞানী, উদ্ভাবক এবং নব প্রজন্মের বিনিয়োগকারীদের দেশের নাগরিকদের তরফ থেকে অভিনন্দন জানান।                                  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ৭৫ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানান। তিনি বলেন, এবারের সাধারণতন্ত্র দিবস একটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ। কারণ এ বছরের সংবিধান প্রণয়নের ৭৫ তম বার্ষিকী পালন করা হচ্ছে। সংবিধান নির্মাণ করতে যারা মূখ্য ভূমিকা নিয়েছিলেন, সাংবিধানিক সভার সেই সমস্ত সদস্যদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এদিন প্রধানমন্ত্রী বাবাসাহেব আম্বেদকার ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ডক্টর শ্যমাপ্রসাদ মুখার্জীকে স্মরণ করে বলেন, এই সমস্ত মহান নেতাদের ভাবনা চিন্তা থেকে দেশবাসীকে প্রেরণা নিতে হবে।

প্রধানমন্ত্রী এদিন আগামী ২৫ শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসের কথাও মন কি বাতে উল্লেখ করেছেন। এই দিনটিতে নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল।

শ্রী মোদী বলেন, সংবিধান প্রণেতারা দেশের সংবিধানের ভেতর নির্বাচন কমিশনের গুরুত্বকে বিশেষভাবে প্রতিষ্ঠিত করেছেন। এর মাধ্যমে দেশবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকেন। ভারতকে গণতন্ত্রের মাতৃভূমি হিসাবে বর্ণনা করে শ্রী মোদী বলেন, গণতন্ত্র এদেশকে সমৃদ্ধ ও শক্তিশালী করেছে। নির্বাচন কমিশনের সুষ্ঠু নির্বাচন করার প্রতি দায়বদ্ধতার প্রশংসা করে তিনি বলেন, ভোট প্রক্রিয়ায় বর্তমানে নতুন প্রযুক্তির ব্যবহারও সম্ভব হয়েছে।

অযোধ্যায় রামলালার প্রথম প্রাণ প্রতিষ্ঠা পর্বের কথা উল্লেখ করে তিনি বলেন, পৌষ শুক্লা দ্বাদশীতে লক্ষ লক্ষ দর্শণার্থী অযোধ্যায় রামলালার আশীর্বাদ পেয়েছেন। শ্রী মোদী দেশের উন্নয়ন এবং ঐতিহ্যকে রক্ষা করার ওপর এদিন বিশেষ ভাবে জোর দেন।

স্টার্ট আপ ইন্ডিয়া প্রকল্পের নবম বর্ষ পূর্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্টার্ট আপ আজ আর শুধু বড় বড় শহরের মধ্যেই সীমাবদ্ধ নেই। টায়ার টু এবং টায়ার থ্রি শহরগুলিতেও তারা ছড়িয়ে পড়েছে।

 তিনি বলেন বর্জ্য ব্যবস্থাপন অ-পুনর্নবীকরণযোগ্য শক্তি উত্পাদন, জৈব প্রযুক্তি ও পরিকাঠামোর ক্ষেত্রে নতুন নতুন স্টার্ট আপ তৈরি হচ্ছে। স্বামী বিবেকানন্দের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বামীজী বলেছিলেন, যদি কেউ তাঁর ভাবনা চিন্তার প্রতি যথেষ্ট দরদী হয়, তবে সে তার লক্ষ্যে পৌঁছবেই।

নেতাজী সুভাষচন্দ্র বসুর অবদানের কথা স্মরণ করে নরেন্দ্র মোদী বলেছেন, নেতাজীর জন্মদিন ২৩ শে জানুয়ারি, গোটা দেশে পরাক্রম দিবস হিসাবে পালিত হয়। তিনি সুভাষ চন্দ্র বসুকে দিগদর্শী নেতা হিসাবে উল্লেখ করে বলেন, তাঁর চরিত্রের সাহসিকতা ওতপ্রোতোভাবে জড়িত ছিল। প্রশাসনিক কর্তা হিসাবে তিনি মানুষের কল্যাণের প্রতি যা ভেবেছিলেন, তা আজও আমাদের প্রেরণা জোগায়। তিনি দেশের যুব সমাজকে নেতাজীর জীবন থেকে অনুপ্ররেণা নেওয়ার আহ্বান জানান।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলতি মহাকুম্ভের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাম্য এবং সম্প্রীতির এটি একটি অভিনব মিলনস্থল। এবারের কুম্ভমেলায় ডিজিটাল প্রযুক্তির প্রয়োগের শ্রী মোদী প্রশংসা করেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন