প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ‘স্বামীত্ব’ প্রকল্পের আওতায় আজ উপভোক্তাদের ৬৫ লক্ষ সম্পত্তি কার্ড বিলি করবেন। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ১০ টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫০ হাজার গ্রামে এই কার্ড প্রদান করা হবে। গ্রামীণ ক্ষমতায়ন ও প্রশাসনিক ইতিহাসে এই অনুষ্ঠান এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, ‘স্বামীত্ব’ প্রকল চালু হয় ২০২০ সালে। গ্রামাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত এই প্রকল্পের উদ্দেশ্য হল- আবাদী এলাকায় বসবাসকারী জমির মালিকদের আইনি অধিকার প্রদান করা।
অত্যাধুনিক ড্রোন প্রযুক্তির মাধ্যমে ৩’লক্ষ ১৭ হাজারের বেশী গ্রামে এপর্যন্ত সমীক্ষা চালানো হয়েছে। এক লক্ষ ৫০ হাজারের বেশী গ্রামের জন্য তৈরী করা হয়েছে ২’কোটি ২৫ লক্ষ সম্পত্তি কার্ড। পুডুচেরী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ত্রিপুরা, গোয়া, উত্তরাখন্ড ও হরিয়ানায় এই প্রকল্পের কাজ ইতমধ্যেই সম্পূর্ণ। অন্যদিকে, ড্রোনের মাধ্যমে সমীক্ষা চালানোর কাজ সম্পন্ন হয়েছে, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, ছত্তিশগড় ও কয়েকটি কেন্দ্রশাসিত অঞ্চলে। এই কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক লোন পাওয়াও সহজতর হবে। সম্পত্তি সংক্রান্ত দীর্ঘ বিবাদ নিষ্পত্তি এবং গ্রামাঞ্চলের কর আদায়ের ক্ষেত্রেও তা’ সহায়ক হবে।