প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বামিত্ব প্রকল্পের আওতায় দশটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫০ হাজারেরও বেশি গ্রামের সম্পত্তির মালিকদের ৬৫ লক্ষেরও বেশি সম্পত্তি কার্ড বিতরণ করবেন।
প্রধানমন্ত্রী সূচনা করা এই প্রকল্পটির লক্ষ্য উন্নত ড্রোন প্রযুক্তির ব্যবহার করে সমীক্ষার মাধ্যমে পরিবারগুলিকে জমিজমার অধিকারের রেকর্ড প্রদান করে গ্রামীণ ভারতের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা।
এখনও পর্যন্ত ৩ লক্ষ ১৭ হাজারের বেশি গ্রামে ড্রোন সমীক্ষা সম্পন্ন হয়েছে। ১ লক্ষ ৫৩ হাজার বেশি গ্রামের জন্য প্রায় ২.২৫ কোটি সম্পত্তি কার্ড প্রস্তুত করা হয়েছে।