মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 17, 2025 9:04 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-২০২৫-এর সূচনা করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লীর ভারত মন্ডপমে আজ দেশের বৃহত্তম গতিশীলতা সংক্রান্ত প্রদর্শনীর ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-২০২৫-এর উদ্বোধন করবেন। এই প্রদর্শনীর আয়োজনের মূল লক্ষ্য সুস্থিত এবং আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির উপর গুরুত্ব দিয়ে মোটর যান ও গতিশীলতার ক্ষেত্রে উদ্ভাবন এবং সহযোগিতাকে উৎসাহিত করা। ৬ দিনের এই প্রদর্শনীতে ৯-টির বেশি সমসাময়িক শো ২০-টির অধিক সম্মেলন এবং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নতুন দিল্লির ভারত মন্ডপম এবং যশভূমি ছাড়াও গ্রেটার নয়ডার ইন্ডিয়া এক্সপো সেন্টার অ্যান্ড মার্টে এই প্রদর্শনী আয়োজিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা এবারের প্রদর্শনীতে অংশ নেওয়ায় এর বিশেষ তাৎপর্য থাকছে। ৫ হাজারের বেশি আন্তর্জাতিক ক্ষেত্রের অংশগ্রহণকারীদের পাশাপাশি ৮-শো প্রদর্শক তাদের পণ্যগুলি মানুষের সামনে তুলে ধরছেন। শিল্প এবং আঞ্চলিকস্তরে সহযোগিতা সংক্রান্ত নীতিগুলি তুলে ধরতে এক্সো-এ থাকছে বিশেষ অধিবেশন।

১৯ থেকে ২২-শে জানুয়ারি পর্যন্ত সব দর্শক ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন