প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনের সফরে আজ মুম্বই যাচ্ছেন। সফরকালে তিনি দুটি যুদ্ধ জাহাজ ও একটি সাবমেরিন জাতির উদ্দেশে উত্সর্গ করবেন। আইএনএস সুরাট এবং আইএনএস নীলগিরি এই রণতরী এবং সাবমেরিন আইএনএস বাগশির-কে মুম্বইয়ের ন্যাভাল ডক ইয়ার্ড থেকে জলে ছাড়বেন শ্রী মোদী। এই প্রথম ভারতীয় নৌবাহিনীর তিনটি জলযান একইসঙ্গে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হতে চলেছে।
আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, আইএনএস সুরাট যুদ্ধ জাহাজ P 15 B গাইডেড মিসাইল ডেস্ট্রয়েড প্রজেক্টের চতুর্থ ও চূড়ান্ত জাহাজ। দেশে এই ধরনের অত্যাধুনিক জাহাজের মধ্যে প্রথম সারিতে রয়েছে এটি।
অন্যদিকে আইএনএস নীলগিরি হল P 17 A স্টেলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ। এছাড়া আইএনএস বাগশির P 75 স্করপিয়ান প্রজেক্টের ষষ্ঠ ও চূড়ান্ত সাবমেরিন।
নৌবাহিনী সূত্রে বলা হয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই তিনটি জলযান সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে আরও আত্মনির্ভর হয়ে উঠবে।
প্রধানমন্ত্রী আজ নভি মুম্বইয়ের খার ঘরে শ্রী শ্রী রাধা মদন মোহনজীর মন্দির উদ্বোধন করবেন। নয় একর জমিতে গড়ে ওঠা ইস্কনের এই প্রকল্পে বৈদিক শিক্ষাকেন্দ্র, সংগ্রহশালা, প্রেক্ষাগৃহ এবং উপশম কেন্দ্র থাকবে। বৈদিক শিক্ষার মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি এবং বিশ্ব ভ্রাতৃত্বের প্রসার ঘটানোই এই মন্দিরের উদ্দেশ্য।