প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশকে ‘জলবায়ু স্মার্ট রাষ্ট্র’ এবং ভবিষ্যত উপযোগী হিসেবে গড়ে তুলতে তাঁর সরকার বদ্ধপরিকর। তিনি আজ নতুন দিল্লির ভারত মন্ডপমে ‘মিশন মৌসম’-এর সূচনা করে বলেন, সে উদ্দেশেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী দিনে ভারত যাতে যেকোনো জলবায়ু মোকাবিলায় প্রস্তুত থাকতে পারে, এই মিশন সেই লক্ষ্য পূরণ করবে বলে শ্রী মোদী উল্লেখ করেন। এই প্রসঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর- IMD-র গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেড়শ বছরের দীর্ঘ ইতিহাসে IMD যে শুধুমাত্র কয়েক কোটি ভারতবাসীকে সঠিক পরিষেবা দিয়ে এসেছে তা-ই নয়, দেশের বৈজ্ঞানিক যাত্রাপথেও এই মেইল ফলক হিসেবে কাজ করেছে।
এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী IMD-র ১৫০ বছর পূর্তিতে একটি স্মারক মুদ্রা প্রকাশ করেন। এছাড়া, আবহাওয়ার আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত IMD ভিশন-২০৪৭ নথিও প্রকাশ করেছেন। আবহাওয়ার পূর্বাভাস, ব্যবস্হাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার পরিকল্পনা অন্তর্ভূক্ত রয়েছে এর মধ্যে।
আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, IMD-র দেড়শ বছরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এই ‘মিশন মৌসমে’র উদ্দেশ হলো, অত্যাধুনিক আবহাওয়া নজরদারি প্রযুক্তি এবং ব্যবস্হাপনা, হাই রেজোলিউশন, বায়ুমন্ডলীয় পর্যবেক্ষণ, অত্যাধুনিক র্যাডার, উপগ্রহ ইত্যাদির মাধ্যমে আবহাওয়া ও জলবায়ু নিরীক্ষণ। আগামী দিনে জলবায়ু সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে কিভাবে পরিবেশের আরো উন্নতি ঘটানো সম্ভব, এই মিশন সেই লক্ষ্যেও কাজ করবে।