প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে জলবায়ু স্মার্ট রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষে আজ মিশন মৌসমের সূচনা করেন। এর উদ্দেশ্য হলো, অত্যাধুনিক আবহাওয়া নজরদারি প্রযুক্তি এবং ব্যবস্হাপনা, হাই রেজোলিউশন, বায়ু মন্ডলীয় পর্যবেক্ষণ, অত্যাধুনিক রাডার, উপগ্রহ ইত্যাদির মাধ্যমে আবহাওয়া ও জলবায়ু নিরিক্ষণ। নতুন দিল্লির ভারত মন্ডপমে ভারতীয় আবহাওয়া দফতর – IMD-র ১৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী মোদী এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত IMD ভিশন ২০৪৭ নথিও প্রকাশ করবেন। আবহাওয়ার পূর্বাভাষ, ব্যবস্হাপনা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার পরিকল্পনা অন্তর্ভূক্ত রয়েছে এর মধ্যে।
গত দেড়শো বছরে IMD-র বিভিন্ন সাফল্যগুলি প্রদর্শনের জন্য একাধিক অনুষ্ঠান এবং কর্মশিবিরেরও আয়োজন করা হয়েছে।