প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলায় আজ সোনমার্গ টানেলের উদ্বোধন করেছেন এবং জাতির প্রতি উৎসর্গ করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, ডক্টর জিতেন্দ্র সিং, জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী অমর আব্দুল্লা সহ বহু বিশিষ্ট ব্যক্তি আজকের অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।
বিশেষভাবে তৈরি একটি গাড়িতে প্রধানমন্ত্রী টানালের ভেতরটি ঘুরে দেখেন। তার আগে এই প্রকল্পের সঙ্গে যুক্ত শীর্ষ আধিকারিক এবং প্রযুক্তিবিদরা তাঁকে এই টানালের বিভিন্ন কারিগরী দিক সম্পর্কে অবহিত করেন।
২ হাজার ৭-শো কোটি টাকারও বেশি ব্যয়ে এই টানেলটি তৈরি করা হয়েছে। এরফলে গঙ্গানীর এবং সোনমার্গের মধ্যে যাত্রার সময় মাত্র ২০ থেকে ২৫ মিনিট হয়ে যাবে। কেবলমাত্র উন্নত যোগাযোগ নয়, এই টানেল ওই অঞ্চলের সামগ্রি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
২০১৫ সালের মে- মাসে এই টানালের কাজ শুরু হয়েছিল। এরফলে সারা বছর ধরে লাদাখ অঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্হা বজায় থাকবে।
অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই টানেল তৈরির ফলে বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। সব মরশুমে ব্যবহারযোগ্য, সোনমার্গ ও গঙ্গানীর – মধ্যে নির্মিত টানেলটির একটি রাস্তা নির্মীয়মান জোজিলা টানেলের সঙ্গে মিশবে। এরফলে কার্গিল এবং লে জেলা সহ গোটা অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করা হচ্ছে।