প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, জম্মু-কাশ্মীরে সোনমার্গ টানেলের উদ্বোধন করবেন।
এই উপলক্ষে এক সমাবেশে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ত্রুটিমুক্ত ভাবে এই টানেলের নির্মাণ কাজে যে শ্রমিকরা যুক্ত থেকেছেন, প্রধানমন্ত্রীর তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা।
১২ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সোনমার্গ টানেল প্রকল্প নির্মাণে ২’হাজার ৭০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে। সব ধরনের আবহাওয়ার উপযোগী এই টানেল কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে লাদাখ অঞ্চলে নির্বিঘ্নে ও নিরাপদে পৌঁছানো সম্ভব হবে। ভূমিধস ও তুষার ঝড় আর কোনোভাবে বাধা হয়ে দাঁড়াতে পারবেনা। এর পাশাপাশি সারা বছর সোনমার্গে যাওয়ার সুবিধা হয়ে যাওয়ার ফলে এই অঞ্চলে পর্যটনের প্রসার ঘটবে, বিশেষত শীতকালীন পর্যটন, অ্যাডভেঞ্চার স্পোর্টস ও স্থানীয়দের জীবিকা নির্বাহের ক্ষেত্রে এই টানেল প্রভূত উপকার করবে। প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার অ্যাপ্রচ রোড সহ এই জেড- মোর টানেলের প্রায় সাড়ে ছয় কিলোমিটার দ্বিমুখী টানেল রয়েছে, যেটি গান্ধেরবালের গগনগির ও সোনমার্গের হেলথ রিসর্টকে যুক্ত করবে।