প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যুবশক্তি ভারতকে অচিরেই উন্নত রাষ্ট্রের মর্যাদা এনে দেবে। নতুন দিল্লির ভারত মন্ডপমে আজ বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৫-এ অংশ নিয়ে তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে দেশের যুবরা তাদের দক্ষতা প্রদর্শন করছে। যেকোন সমস্যার সমাধানে তরুণ প্রজন্মই পারে পথ দেখাতে। গত এক দশকে ২৫ কোটি মানুষকে দারিদ্র থেকে বের করে আনা হয়েছে বলে শ্রী মোদী জানান।
উল্লেখ্য, তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন হয় গত শুক্রবার। বিকশিত ভারতের বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধানের মঞ্চ হয়ে উঠেছে এটি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সারা দেশের ৩ হাজারেরও বেশি তরুণ নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেন।