মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 8, 2025 8:06 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ২ লক্ষ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ২ লক্ষ কোটি টাকার একাধিক প্রকল্পের সূচনা এবং শিলান্যাস করেছেন। বিশাখাপত্তমের অন্ধ্র বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে জনসভায় ভাষণ দেবেন তিনি।  

 জাতীয় গ্রিন হাইড্রজেন মিশনের অধীনে বিশাখাপত্তনমের কাছে পুদিমাডাকাতে তিনি এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেডের অত্যাধুনিক গ্রিন হাইড্রজেন হাব প্রকল্পেরও শিলান্যাস করেন। এটি হবে জাতীয় সবুজ  হাইড্রোজেন মিশনের অধীনে প্রথম গ্রিন হাইড্রোজেন হাব।  একইসঙ্গে তিনি ১৯ হাজার ৫০০ কোটি টাকার বেশ কয়েটকটি রেল এবং সড়ক প্রকল্পেরও সূচনা করেন। এরপর তাঁর আনাকাপল্লী জেলায় নাক্কাপল্লীতে বাল্ক  ড্রাগ পার্কের শিলান্যাস করেন। শ্রী মোদী তিরুপতি জেলায় কৃষ্ণাপটনম ইন্ডাস্ট্রিয়াল অঞ্চল (KRIS CITY)-রও শিলান্যাস করেন। ১০ হাজার ৫০০  কোটি টাকার এই প্রকল্পে প্রায় এক লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আজ এর আগে বিশাখাপত্তনমে শ্রী মোদী অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং উপমুখ্যমন্ত্রী কে পবন কল্যাণের সাথে একটি রোড শো করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন